Primary Teachers Training Institute (PTI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংক্ষেপে এ প্রতিষ্ঠান পিটিআই (PTI) নামে বহুল পরিচিত। নোয়াখালী জেলায় অবস্থিত Primary Teachers Training Institute (PTI) টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। ‘‘পূর্ব বঙ্গ শিক্ষা ব্যবস্থা পূর্নগঠন কমিটি ১৯৪৯’’ এর সুপারিশ অনুযায়ী পিটিআই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় যা ১৯৫১ সাল থেকে কার্যকর হয়। সে অনুযায়ী ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ পিটিআইটি জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি, রেজিঃ বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ০১(এক) বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ পরিচালনা করেছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত পিটিআই মাইজদী, নোয়াখালী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত পিটিআই হিসেবে ১৮ মাসের ডিপ্লোমা-ইন-প্রাইমারি-এডুকেশন (DPEd) পরিচালনা করেছে। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সটি সি-ইন-এড পরিবর্ধিত, পরিমার্জিত সংষ্করণ। ২০২৪ সাল থেকে ১০মাস মেয়াদী পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পিটিআইতে বিটিপিটি প্রশিক্ষণ ছাড়াও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য স্বল্প মেয়াদী প্রশিক্ষণ হল- আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ভিত্তিক (TOT) প্রশিক্ষণ, লিডারশীপ প্রশিক্ষণ, কারিকুলাম প্রশিক্ষণ ইত্যাদি। পিটিআই ও পিটিআই এর আওতাভুক্ত ৯টি উপজেলা রিসোর্স সেন্টার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। পিটিআই ও ইউআরসির কর্মকর্তাগণ প্রমানক অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে থাকেন এবং প্রয়োজনীয় ফিডব্যাক দিয়ে থাকেন।
পিটিআই মাইজদী, নোয়াখালীতে অনুমোদিত পদের সংখ্যা ৩৬টি। তার মধ্যে ২০টি ১ম শ্রেণির গেজেটেড পদমর্যাদার, ৫টি ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদার (পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণ) এবং বাকী ১১টি পদ ৩য় ও ৪র্থ শ্রেণির পদমর্যাদার। এছাড়াও আউটসোর্সিং এর ৬টি অস্থায়ী পদ রয়েছে, যেখানে ৪র্থ শ্রেণির ৬ জন কর্মচারী নিয়োজিত আছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS